একাকীত্ব বাঁশি বাজায়,
গভীর নিশি ধরে।
শব্দেরা চিৎকার দিয়ে,
জড়িয়ে আদর করে।
নীরবতা সাক্ষী থেকে,
উপন্যাস লিখে যায়,
নিজের ইচ্ছানুসারে।
বিষাদ দেয় ক্ষণিকের চুম্বন
ঠোঁটের শহরে !
তা আর কিচ্ছু না,
তা আর কিচ্ছু না !
তা হলো, এক শিল্পীর কাছে,
সৃষ্টির সাথে, পুণ্য সহবাস;

তৃপ্তির সঙ্গম !

– Poem – শিল্পীর সঙ্গম | Pen Name – তোমায় খুঁজছি তিস্তার ওপারে

Featured Image Courtesy: Shreya Roy and Rajarshi Chakraborty (Modified)

Previous Trip To Digha
Next Aparaajitaa (অপরাজিতা)