শীতের হাওয়ায় সাহেবী মেজাজ।
শহরের তাক-য়ে আলোক অস্তিন,
এসেছে আবার পরিচিত সাজ
তিলোত্তমা থেকে বার্লিন।

অপেক্ষার গায়ে, ঘুম শানায়।
চলতি বছর হচ্ছে ক্ষীণ
‘কেক-পেস্ট্রি’-র ঠোঁটের ডগায়-
বাজছে কোনো ভায়োলিন।

সকাল গিয়ে রাত ফিরবে,
স্বাভাবিক। ব্যস্ত হয়ে যাবে শ্যাম্পেন,
মোমবাতির চিবুক জুড়ে,
দিকে দিক। প্রার্থনা করবে শুধু ব্রেন।

ভীড় জমেছে ক্রুশের কাছে-
চোখের ছাদে ইচ্ছে খিল।
বিশ্ব জুড়ে যীশুর দোহাই যে,
ভক্তির কাছে দেহের ঋণ।

চড়ুইভাতির ইশারা-রা। অহর্নিশ।
লাল সাদা পরিহিত দিন
গোয়ার হাত ধরেছে প্যারিস,
ডাক পিওনের চিঠি জুড়ে-
লেখা শুধু বড়দিন।

– Poem – আমেজ | Pen Name – তোমায় খুঁজছি তিস্তার ওপারে

Featured image courtesy: pxhere.com

Previous Exploring Dooars (ডুয়ার্সের পথে পথে) - Part 1 (প্রথম পর্ব)
Next The Final Imprisonment (অবশেষে বন্দী-ই হতে চাই)