The Final Imprisonment (অবশেষে বন্দী-ই হতে চাই)
জীবনের উচ্ছৃঙ্খলতা চিনিয়েছে আমায়, পাহাড়ের অভিব্যক্তি। শূণ্যতা দেখিয়েছে আমায়, মাঝ সমুদ্রের নিবিড় বহতা। একাকীত্ব চিনিয়েছে আমায়, মনোরম ঝর্ণার নীরব উৎস। ভবঘুরে ভাব দিয়েছে আমায়, প্রকৃতির ভিতর লুকানো সকল ব্যুৎপত্তি, ছন্নছাড়া চলন গমন দেখিয়েছে আমায়, এঁকেবেঁকে যাওয়া নদীর বাঁক। অভুক্ত পেট চিনিয়েছে আমায়, মাটির রূঢ় গন্ধ। উদাসীনতা দেখিয়েছে আমায়, সৃজনশীলতার অলংকার। ক্ষ্যাপাটে আচরণ শিখিয়েছে আমায়, …
Aamej (আমেজ)
শীতের হাওয়ায় সাহেবী মেজাজ। শহরের তাক-য়ে আলোক অস্তিন, এসেছে আবার পরিচিত সাজ তিলোত্তমা থেকে বার্লিন। অপেক্ষার গায়ে, ঘুম শানায়। চলতি বছর হচ্ছে ক্ষীণ ‘কেক-পেস্ট্রি’-র ঠোঁটের ডগায়- বাজছে কোনো ভায়োলিন। সকাল গিয়ে রাত ফিরবে, স্বাভাবিক। ব্যস্ত হয়ে যাবে শ্যাম্পেন, মোমবাতির চিবুক জুড়ে, দিকে দিক। প্রার্থনা করবে শুধু ব্রেন। ভীড় জমেছে ক্রুশের কাছে- চোখের ছাদে ইচ্ছে খিল। …
Shilpir Songom (শিল্পীর সঙ্গম)
একাকীত্ব বাঁশি বাজায়, গভীর নিশি ধরে। শব্দেরা চিৎকার দিয়ে, জড়িয়ে আদর করে। নীরবতা সাক্ষী থেকে, উপন্যাস লিখে যায়, নিজের ইচ্ছানুসারে। বিষাদ দেয় ক্ষণিকের চুম্বন ঠোঁটের শহরে ! তা আর কিচ্ছু না, তা আর কিচ্ছু না ! তা হলো, এক শিল্পীর কাছে, সৃষ্টির সাথে, পুণ্য সহবাস; তৃপ্তির সঙ্গম ! – Poem – শিল্পীর সঙ্গম | …
Ey Kamon Roop (এ কেমন রূপ?)
“এ কেমন রূপ?” ফুল-চন্দন বেলপাতাতে, পূজিত হয় অষ্টমীতে- পতিতালয়ের শুদ্ধ মাটি, পূর্ণতা পায় বোধনেতে ! মা-বোনের ওই তকমা দিয়ে, কেউবা করে সম্মানিত, কেউবা আবার অন্ধকারে, মা-কেই করে কলঙ্কিত ! সুটে বুটে টাই পড়ে হয়, দিনালোকে ভদ্ররূপী কসাই হয়ে রাতের বেলায় সেও হয় হিংসরূপী ! উপায় নেই ! উপায় নেই ! কি করবে সে? পেটের …
Utshober Lekha (উৎসবের লেখা)
এলাকায় চিঠি, ভিড়ের বাদ্যির। শহরের পেনে, যেন উৎসবের আবেগ। চিনে নাও সময় করে, পরিযায়ী রাস্তা, সব রাস্তাতেই, সাজানো সৃজনের গেট। ভিন্ন ভিন্ন রঙে, যত সব প্রেমের মিছিল। বিজ্ঞাপনের নীচেই অগুনতি সেলফি, বনধ ডেকেছে অফিসের ব্যস্ততা, রেস্তরাঁয় লাইন হলে, তাতে ভুল কি? পাঁচের কাছে এক। পঁচিশে আর এক, মূহুর্তর জামা সঞ্চিত হয় দেরাজে, কেউ নেয় …
Aamar Mukti Khonjaar Poth (আমার মুক্তি খোঁজার পথ)
সন্ধ্যা হাজির হবে ক্লান্তি নিয়ে, সেই ক্লান্তিকে গায়ে লেপ্টে, কফির চাদরে মুড়িয়ে, পিছুটানকে ঘুমের দেশে ফেলে, এগিয়ে যাবে অজানার উদ্দ্যেশে, চেনা খোঁজের চেষ্টায়। পথে আদর দিয়ে ডাকবে, ‘মূহুর্তদের জানালা’, ‘ঠিক-ভুলের সমাপিকা’, ‘জীবনের পরিপাটি’। এই সব কিছুকেই অগ্রাহ্য করে, পদতল এগিয়ে যাবে নিজের লক্ষ্যে। মাথা নোয়াবে না, আর অন্য কোনো সিদ্ধান্তের কাছে। পদতলের দিক থাকবে …
Tobuo (তবুও)
জলের গায়ে ঠোঁটের সমর্থন। বেশ, স্রোত কিনেছে ভেজা বালিয়াড়ি। দূরত্ব মেপে চলে চোখেদের দেশ, আবদারে নেই কোনো অভিমান জারি। ঢেউয়ের খামে ভরা আসা যাওয়ার গল্প, নাম রেখে গেছে কোনা আজনাবী। ফেরার কথা পথ শুনেছে অল্প, লেখা হারাবে না, বন্ধ ঘরের চাবি। একদিন। এসেছিল। আবার আসবে। কথারা জমে আছে ভিড়ে, মূহুর্তর ছাতায় বৃষ্টি মাখবে, মুছে যাওয়া …
Tilottama (তিলোত্তমা)
বৃষ্টি বিকেল ভিক্টোরিয়ায়, হাত ধরেছে রূপকথা। ভিজছে কোনো বর্ষাতে আজ, আমার শহর কলকাতা। রোদ লেগেছে মনুমেন্টে, কালবৈশাখীর উষ্ণতা। পুড়ছে কোনো গ্রীষ্মতে, সেও, আমার শহর কলকাতা। ময়দানে তে জমা আছে, বিচ্ছেদে ভরা গল্প-টা ! একাই কাঁদে নিরবে জানো, আমার শহর কলকাতা। কফি হাউসে যত স্মৃতি , মস্তিষ্কে তার বশ্যতা, মাঝে মাঝেই তা উগরে দেয়, আমার …