“এ কেমন রূপ?”
ফুল-চন্দন বেলপাতাতে, পূজিত হয় অষ্টমীতে-
পতিতালয়ের শুদ্ধ মাটি, পূর্ণতা পায় বোধনেতে !
মা-বোনের ওই তকমা দিয়ে, কেউবা করে সম্মানিত,
কেউবা আবার অন্ধকারে, মা-কেই করে কলঙ্কিত !
সুটে বুটে টাই পড়ে হয়, দিনালোকে ভদ্ররূপী
কসাই হয়ে রাতের বেলায় সেও হয় হিংসরূপী !
উপায় নেই ! উপায় নেই ! কি করবে সে?
পেটের দায়ে, জ্বালার ঘায়ে নোংরা মেখেছে।
কালো ওই ঘরটি থেকে, আর কি পাবে মুক্তি?
নৈতিকতার সমাজে আজ তারাও “নারীশক্তি”।
– Poem – এ কেমন রূপ? | Pen Name – তোমায় খুঁজছি তিস্তার ওপারে
Featured Image Courtesy: Wikipedia (Wikimedia: Creative Commons)