আসলে কিছু হতে চাইনি, কিছুই না,

এই তো বেশ আছি,
একঘেয়েমি জীবন কাটাতে চেয়েছি,
ঘুনপোকা একবার ফোকলা করতে শুরু করলে,
তুমি কে তাকে আটকাবার?

চারিদিকে এত দৌড়,
আমি এককোণে বসে আছি,
কিছু না হবার তাগিদ নিয়ে,
আমি বেশ আছি,

আসলে আমি কিছু হতে চাইনি,
কিছুই না,

একে একে সবাই কিছু না কিছু একটা হল,
আমারও সম্ভাবনা ছিল প্রবল,
শান্ত ঘুম, ভাতের সাথে ডাল,
এতেই আমার চলে যাচ্ছিল,

কেউ যেই জিজ্ঞেস করেছে, কি করছিস রেহ,
আমি তো সহজেই বলে দিই, কিছুই না,

আসলে আমি কিছু হতে চাইনি,
কিছুই না,

আমি জানলার কাছে গিয়ে বসি,
হাতে একটা বই,
এক কাপ চায়ের চুমুক,
কিছু না হওয়ার মধ্যে,
এইটুকু হয়ে ওঠা,

এর চেয়ে বেশি কিছু হতে চাইনি, কিছুই না !

– Poem – একরৈখিক

Featured image courtesy: pixabay.com

Previous Sixty-Nine (সিক্সটি-নাইন)
Next Byasto Main Raastaa - Subhadip Unplugged