জলের গায়ে ঠোঁটের সমর্থন। বেশ,
স্রোত কিনেছে ভেজা বালিয়াড়ি।
দূরত্ব মেপে চলে চোখেদের দেশ,
আবদারে নেই কোনো অভিমান জারি।
ঢেউয়ের খামে ভরা আসা যাওয়ার গল্প,
নাম রেখে গেছে কোনা আজনাবী।
ফেরার কথা পথ শুনেছে অল্প,
লেখা হারাবে না, বন্ধ ঘরের চাবি।
একদিন। এসেছিল। আবার আসবে।
কথারা জমে আছে ভিড়ে,
মূহুর্তর ছাতায় বৃষ্টি মাখবে,
মুছে যাওয়া ছোঁয়া ধীরে ধীরে।
নিরবতা খুঁজে পাবে স্মৃতির ভায়োলিন,
ব্যস্ত হবে দৃশ্য। ঠিকানা তো থামার-ইস্বর,
কেটে গেছে যেসব পুরোনো সাবেকি দিন,
তারও ডাকটিকিট সংগ্রহে রাখেন ঈশ্বর।
জীবাশ্ময় লেগে সভ্যতার জ্বলন্ত রেশ !
সময় পথিক। নেই তার কোনো নির্দিষ্ট বাড়ি,
জলের গায়ে ঠোঁটের সমর্থন, বেশ,
স্রোত কিনেছে ভেজা বালিয়াড়ি।
– Poem – তবুও | Pen Name – তোমায় খুঁজছি তিস্তার ওপারে