বৃষ্টি বিকেল ভিক্টোরিয়ায়,
হাত ধরেছে রূপকথা।
ভিজছে কোনো বর্ষাতে আজ,
আমার শহর কলকাতা।

রোদ লেগেছে মনুমেন্টে,
কালবৈশাখীর উষ্ণতা।
পুড়ছে কোনো গ্রীষ্মতে, সেও,
আমার শহর কলকাতা।

ময়দানে তে জমা আছে,
বিচ্ছেদে ভরা গল্প-টা !
একাই কাঁদে নিরবে জানো,
আমার শহর কলকাতা।

কফি হাউসে যত স্মৃতি ,
মস্তিষ্কে তার বশ্যতা,
মাঝে মাঝেই তা উগরে দেয়,
আমার শহর কলকাতা।

প্যারামাউন্টে চুমুর ঠোঁট ,
নেয় যেন এক তীব্রতা।
নিয়মিত করে লক্ষ্যভেদ,
আমার শহর কলকাতা।

একাডেমির গাছের তলায়,
বলে ওঠে কবিতা-টা,
শব্দ নিয়ে সাঁকো গড়ে,
আমার শহর কলকাতা।

ম্যাডক্স জুড়ে পুজোর সময়,
কফির কাপে আড্ডা-টা,
তাতেও করে সঠিক আদর,
আমার শহর কলকাতা।

নিরিবিলি রাতের চাঁদ,
গঙ্গার বুকে তার বহতা।
জ্যোৎস্না কেও সঙ্গী করে,
আমার শহর কলকাতা !

ভিনদেশীর চিঠি জুড়ে,
আনন্দ-দের মান্যতা,
ভালোবাসার চর্চা করে,
আমার শহর কলকাতা।

স্লোগান করে হইচই-য়ে,
ব্যারিকেডে, মিছিল-টা।
চুপটি করে ভিড়-টি দ্যাখে,
আমার শহর কলকাতা।

শিশির মঞ্চে প্রেমের যুগল
সন্ধ্যে দেখছে নাটক-টা।
স্পর্শ খোঁজে নির্দেশনায়,
আমার শহর কলকাতা।

তোমার চোখে অভিমান !
আর দেওয়া ওই ডাক-নামটা?
সেটা-কেও আগলে বাঁচে,
আমার শহর কলকাতা।

শুভ জন্মদিন তিলোত্তমা।

– Poem – তিলোত্তমা | Pen Name – তোমায় খুঁজছি তিস্তার ওপারে

Featured image courtesy: pxhere.com

Previous Uma-Putra
Next An Opium-Bridge To China