Ekroikhik (একরৈখিক)
আসলে কিছু হতে চাইনি, কিছুই না, এই তো বেশ আছি, একঘেয়েমি জীবন কাটাতে চেয়েছি, ঘুনপোকা একবার ফোকলা করতে শুরু করলে, তুমি কে তাকে আটকাবার? চারিদিকে এত দৌড়, আমি এককোণে বসে আছি, কিছু না হবার তাগিদ নিয়ে, আমি বেশ আছি, আসলে আমি কিছু হতে চাইনি, কিছুই না, একে একে সবাই কিছু না কিছু একটা হল, …
Sixty-Nine (সিক্সটি-নাইন)
শরীর ছোঁয়ার বিপক্ষে নই মোটে, বিপত্তিটা কোথায় বাঁধে জানো? আদরের সব ঘাত-প্রতিঘাত চিনি, আমার পলক তোমার চোখের ঋণী। ওষ্ঠ-অধর যখন খেলায় মাতে, আকাশ ভরা নিঝুম তারার রাতে, কোন রেখাতে ঠোঁট বেয়ে মন ধায়, কোনটা শুধুই শরীর ছুঁতে চায। আমার শুধু মনের ছোঁয়া চাই, শরীর ছুঁয়ে মনে যেতেই পারো, কিংবা ধরো শুধুই মনটা ছুঁলে পদ্বতিটা …
Insinuations
Modern Bengali Poems of Shreya Roy Featured Image Courtesy: Rajarshi Chakraborty Poem 1 https://storymins.com/wp-content/uploads/2019/11/insinuations-poem-1.mp3 Poem 2 https://storymins.com/wp-content/uploads/2019/11/insinuations-poem-2.mp3 Poem 3 https://storymins.com/wp-content/uploads/2019/11/insinuations-poem-3.mp3 Thanks for time.