শরীর ছোঁয়ার বিপক্ষে নই মোটে,
বিপত্তিটা কোথায় বাঁধে জানো?
আদরের সব ঘাত-প্রতিঘাত চিনি,
আমার পলক তোমার চোখের ঋণী।
ওষ্ঠ-অধর যখন খেলায় মাতে,
আকাশ ভরা নিঝুম তারার রাতে,
কোন রেখাতে ঠোঁট বেয়ে মন ধায়,
কোনটা শুধুই শরীর ছুঁতে চায।
আমার শুধু মনের ছোঁয়া চাই,
শরীর ছুঁয়ে মনে যেতেই পারো,
কিংবা ধরো শুধুই মনটা ছুঁলে
পদ্বতিটা তুমিই রপ্ত করো।
– Poem – সিক্সটি-নাইন
Featured image courtesy: pxhere.com